

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবীতে এবার ৩ সন্তানের জনক জাকিরুল ইসলাম নামে এক ভাতিজার ঘরে উঠেছেন ২ সন্তানের জননী চাচি।
গত মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের ২ নং ওয়ার্ডে ভাতিজা জাকিরুলের বাড়িতে উঠে বিয়ের দাবীতে অনশন করছেন ওই চাচি।
জানান গেছে, ওই এলাকার জব্বার হোসেনের পূত্র জাকিরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক চাচির। বিষয়টি জানাজানি হলে কয়েকদিন আগে ওই চাচি তার স্বামীকে ডিভোর্স দেয়। ডিভোর্সের কয়েকদিন পর বিয়ের দাবীতে গত মঙ্গলবার সকালে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেন চাচি।
এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভাতিজা জাকিরুলের বক্তব্য পাওয়া যায়নি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাবলু হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।