• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রানি এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

| নিউজ রুম এডিটর ৩:০১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন শোক বই খুলেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) রানির জন্য এ শোক বই খোলা হয়।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ শোক বই খোলা থাকবে।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানি এলিজাবেথ।

রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও আজ রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।