

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শুরু হয়, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। যেহেতু বাউবির ছাত্র ছাত্রীরা অধিকাংশই চাকরি জীবি তাই সপ্তাহের শুক্রবার ও শনিবার করে এই পরীক্ষা দুই শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে ব্যবহারিক সব পরীক্ষা শেষ করতে হবে।
আজ বাউবি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এর মধ্যে এ কে এম রহমতুল্লাহ কলেজ এর প্রিন্সিপাল হাবিবুর রহমান হাবিব স্যারকে কোন সমস্যা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন পরিক্ষার খাতায় একটু সমস্যা আছে, সেটা হলো মেইন খাতায় লিখা আছে প্রশ্ন কোড, আর অতিরিক্ত পেপারে লিখা আছে বিষয় কোড। এটা নিয়ে ছাত্র ছাত্রীরা একটু বিভ্রান্তিতে পরে।
পরিক্ষা চলা কালিন সময় একজন ছাত্র প্রায় ৪৫ মিনিট পরে পরিক্ষার হলে আসে এত দেরি হলো কেন? জানতে চেয়ে ছাত্রের সাথে কথা বললে,সে বলে এখনো সে আইডি কাড পাইনি।
আইডি কার্ডের বিষয়ে জানতে চেয়ে…. কলেজের প্রিন্সিপাল কে ফোন দিলে সে অনুরোধ করে বললো আজকে পরিক্ষা টা দেয়ার সুযোগ দিতে, পরে আইডি নিয়ে আসবে।