• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

কুকুর ছানার প্রতি আব্দুল কুদ্দুস ও সোহেলের ভালোবাসা!

| নিউজ রুম এডিটর ৭:০৩ অপরাহ্ণ | নভেম্বর ৭, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদার: স্বার্থ আর প্রয়োজন ছাড়া মানুষ যেখানে অন্য আরেকজন মানুষকে ভালোবেসে না, সেখানে মানুষ হয়ে প্রানীর প্রতি ভালোবাসা প্রদর্শন অনেকটাই বিরল। তবে ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে মর্মে পৃথিবী থেকে বিদায় নেওয়া অনেক মনিষী বচন দিয়ে গেছেন।

প্রানীর প্রতি কিছু মানুষের স্বার্থহীন ভালোবাসা তারই জ্বলন্ত উদাহরণ। সচারাচর প্রানীর প্রতি মানুষের দৃশ্যমান ভালোবাসা লক্ষ করা না গেলেও মানবকুলে এখনো কিছু মানুষ আছেন যারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি মনে মানুষ হয়েও (কুকুর ছানা) প্রানীকে ভালোবাসেন। গতকাল সোমবার সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার সিরাজদিখান-নিমতলা সড়কের পাশে বেওয়ারিশ বেশ কয়েকটি কুকুর ছানাকে ভালোবেসে দুধ খাওয়ানোর মমতা ভরা দৃশ্য চোখে পরে।

জানা যায়, ওই এলাকার আব্দুল কুদ্দুস ও মোঃ সোহেল নামে দুই ব্যক্তি কুকুর ছানা গুলোর বিগত ছয়দিন যাবৎ দেখভালসহ নিজেদের টাকায় দূধ কিনে খাওয়াচ্ছেন। ওই দুই ব্যক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, কে বা কারা ছয়দিন পূর্বে ৫ টি দুধের কুকুর ছানা রাস্তার পাশে ফেলে রেখে যায়। কান্নারত কুকুর ছানার শব্দ শুনতে পেয়ে তারা ছানাগুলোকে দূধ খাওয়ানোসহ তাদের দেখভাল করে আসছেন।