• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

কুকুর ছানার প্রতি আব্দুল কুদ্দুস ও সোহেলের ভালোবাসা!

| নিউজ রুম এডিটর ৭:০৩ অপরাহ্ণ | নভেম্বর ৭, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদার: স্বার্থ আর প্রয়োজন ছাড়া মানুষ যেখানে অন্য আরেকজন মানুষকে ভালোবেসে না, সেখানে মানুষ হয়ে প্রানীর প্রতি ভালোবাসা প্রদর্শন অনেকটাই বিরল। তবে ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে মর্মে পৃথিবী থেকে বিদায় নেওয়া অনেক মনিষী বচন দিয়ে গেছেন।

প্রানীর প্রতি কিছু মানুষের স্বার্থহীন ভালোবাসা তারই জ্বলন্ত উদাহরণ। সচারাচর প্রানীর প্রতি মানুষের দৃশ্যমান ভালোবাসা লক্ষ করা না গেলেও মানবকুলে এখনো কিছু মানুষ আছেন যারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি মনে মানুষ হয়েও (কুকুর ছানা) প্রানীকে ভালোবাসেন। গতকাল সোমবার সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার সিরাজদিখান-নিমতলা সড়কের পাশে বেওয়ারিশ বেশ কয়েকটি কুকুর ছানাকে ভালোবেসে দুধ খাওয়ানোর মমতা ভরা দৃশ্য চোখে পরে।

জানা যায়, ওই এলাকার আব্দুল কুদ্দুস ও মোঃ সোহেল নামে দুই ব্যক্তি কুকুর ছানা গুলোর বিগত ছয়দিন যাবৎ দেখভালসহ নিজেদের টাকায় দূধ কিনে খাওয়াচ্ছেন। ওই দুই ব্যক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, কে বা কারা ছয়দিন পূর্বে ৫ টি দুধের কুকুর ছানা রাস্তার পাশে ফেলে রেখে যায়। কান্নারত কুকুর ছানার শব্দ শুনতে পেয়ে তারা ছানাগুলোকে দূধ খাওয়ানোসহ তাদের দেখভাল করে আসছেন।