• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

হাতীবান্ধায় জামায়াতের মিছিল, আটক ৩

| নিউজ রুম এডিটর ৬:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২২ আইন ও আদালত, লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দৈখাওয়া বাজারে মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া আদর্শ কলেজ থেকে মিছিলটি বের হয় দৈখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধায় পণ্ড হয় তাদের মিছিল। তবে এ মিছিল থেকে জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে।