• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

হাতীবান্ধায় জামায়াতের মিছিল, আটক ৩

| নিউজ রুম এডিটর ৬:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২২ আইন ও আদালত, লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দৈখাওয়া বাজারে মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া আদর্শ কলেজ থেকে মিছিলটি বের হয় দৈখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধায় পণ্ড হয় তাদের মিছিল। তবে এ মিছিল থেকে জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে।