• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সার্ক প্রেস কনফারেন্স ২০২৩-এর দিল্লি ৭ ইশতেহার

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৬, ২০২৩ আন্তর্জাতিক, গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক ঃ সাংবাদিকতা ও গণযোগাযোগের সকল সার্বজনীন মূল্যবোধ, নৈতিকতা এবং নীতির প্রতি শ্রদ্ধা রেখে, আমরা কণ্ঠস্বরহীনদের কণ্ঠ দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে প্রবাহিত সমস্ত বার্তার প্রতি আমাদের আন্তরিক অঙ্গীকার ব্যক্ত করি এবং সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমাদের চিরন্তন অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। সম্মেলনে পাসকৃত ঘোষণাপত্রের সাত দফা নিম্নরূপ।

১) সম্মেলন সার্ক অঞ্চলের সকল সরকারকে সব দিক থেকে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায়।

২) সম্মেলনটি সাংবাদিকদের পেশাগত সন্তুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্ক সরকারের প্রতি আহ্বান জানায়।

৩) কনভেনশনটি সকলকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ এবং যোগাযোগের অধিকারকে সম্মান করার জন্য আবেদন করে যা তারা প্রকাশ করতে বেছে নেয়।

৪) সম্মেলনে সার্ক অঞ্চলের সকল দেশে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে উদীয়মান গণমাধ্যম এবং সাংবাদিকতা শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

৫) সম্মেলনটি সার্কভুক্ত দেশগুলোর সকল কর্পোরেট সংস্থাকে মূল্যবোধ, নীতি ও নৈতিকতা নিয়ে কাজ করার আহ্বান জানায়।

৬) এই সম্মেলন সামাজিক পরিবর্তনের জন্য জনমত এবং স্বাধীনতার সাথে জাতি গঠনের চিন্তাভাবনা বিকাশের জন্য সকলের কাছে জোরালোভাবে আবেদন করে।

৭) সম্মেলন সার্কভুক্ত দেশগুলোর সকল সরকারকে এই অঞ্চলে উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য স্থায়ী শান্তি বজায় রাখার আহ্বান জানায়।