• আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

শাক তোলার অপরাধে কিশোরীকে হত্যা, আসামী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৬:৫৪ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২৩ আইন ও আদালত

বিশেষ প্রতিবেদক: পটুয়াখালীতে কলই শাক তুলতে গিয়ে নিখোঁজ হওয়া মোসাঃ স্বপ্না আক্তার (১৩) কিশোরীর সন্ধান ও রহস্য উদঘাটন করা হয়েছে। ওই কিশোরকে শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে হত্যা করা হয়েছে।

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রোববার (১৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে দশটার দিকে স্বপ্নার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় রেজাউল সরদার (৩৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে কিশোরী স্বপ্নার বাবা মো. বাবুল ফকির (৩৫) বাদী হয়ে সোমবার (১৬ জানুয়ারী) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১২, তারিখ- ১৬/০১/২০২৩।

মামলা ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারে (৪০) এর ক্ষেতে যায়। সে সময় তার সাথে দাদি আয়শা বেগমও ছিল। শাক তোলা শেষ করে দাদি বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বপ্না আক্তারকে তলপেটে লাথি মেরে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে রেজাউল। তারই দেখানো স্থান থেকে রোববার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। রেজাউলকে সোমবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, প্রতিবেশী রেজাউলের ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। হত্যার পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।