• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা, ট্রেনের ইঞ্জিন বিকল

| নিউজ রুম এডিটর ১২:৩০ পূর্বাহ্ণ | মার্চ ১১, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আমিনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন কাকিনা রেলস্টেশন পার হয়ে তুষভান্ডার রেলস্টেশন আসার পথে আমিনগঞ্জ এলাকায় দুইটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে একটি গরু মারা যায় অপর গরুটি আহত হয়। এ সময় গরুর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথের ট্রেন চলাচল।

ট্রেনচালক আরিফুল হক রিংকু জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।