• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ |

সরকারী নীতিতে ডাল শিল্প, কাঁচা ও প্রস্তুত পণ্যের উপর বিভিন্ন শুল্ক আরোপের আহ্বান – ডাঃ সুবোধ গুপ্ত

| নিউজ রুম এডিটর ১০:১৬ অপরাহ্ণ | মে ২১, ২০২৩ আন্তর্জাতিক

নেপাল প্রতিনিধি : নেপাল রাইস অয়েল অ্যান্ড ডাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সরিষার তেলের ওপর আরোপিত ১৩ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাতিলের দাবি জানিয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন জানায়, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরিষার তেলের ওপর থেকে ১৩ শতাংশ ভ্যাট তুলে দিতে হবে। সমিতির তথ্যমতে, মাত্রাতিরিক্ত সরিষার তেল আমদানির কারণে নেপালের দেশীয় শিল্পগুলো বন্ধ হয়ে গেছে।

চাল, তেল ও ডাল মিলগুলো যেহেতু কৃষিশিল্প, সেহেতু তারা যেন কৃষিশিল্পের সুযোগ-সুবিধা পায় এবং বিদেশি রপ্তানির জন্য লাল বাসমতি চালা খুলে দেওয়ার দাবি জানায়।

একইভাবে সমিতির সভাপতি ড. সুবোধ কুমার গুপ্ত বলেন, প্রতি কেজি রপ্তানি শুল্ক ১ টাকা তুলে দিতে হবে, প্রস্তুত ডালের পরিবর্তে কাঁচা ডাল আমদানি করতে হবে এবং ডাল আমদানিতে ১.৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করতে হবে। গার্হস্থ্য ডাল শিল্প রক্ষা.

সরকার দেশীয় কৃষি শিল্পের সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষি ভর্তুকি এবং কৃষি সুরক্ষা নীতি তৈরির জন্য আসন্ন বাজেটের মাধ্যমে পথ প্রশস্ত করার অনুরোধ করেছে।