• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

গঠনমূলক রাজনীতি না করলে বিএনপি পালানোর পথ পাবে না

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | জুন ২২, ২০২৩ অন্যান্য দল, রাজনীতি

গঠনমূলক রাজনীতি না করলে বিএনপি পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ, গুলিস্থান) প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ পরশ বলেন, বিএনপি-জামায়াত সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন ও কুখ্যাত সন্ত্রাসী দল, যারা মানুষ হত্যা করতে সিদ্ধহস্ত। এরা শুধু হত্যা, ক্যু ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে জানে, তাদের জনগণের জন্য কিছু করার মুরদ নেই। তারা এখন ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে গেছে। আমি তাদের বলব, এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান ও গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনারা পালানোরও পথ খুঁজে পাবেন না।

তিনি বলেন, আপনাদের এক শীর্ষ নেতা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আর এক সাজাপ্রাপ্ত শীর্ষ নেত্রীও বিভিন্ন অজুহাতে পালানোর পথ খুঁজছেন। আপনাদের এসব নিম্নমানের রাজনীতি আজকের প্রজন্ম বুঝে। তাই এ দেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। এ কারণেই আপনারা এখন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছে। ১৯৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের পর বেপরোয়া হত্যাকাণ্ডের হোতা হিসেবে ভূমিকা রেখেছে। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালে চালানো হত্যাকাণ্ডগুলোর হোতাও জিয়াউর রহমান। নিকট অতীতে ২০০১ সালে জোট বেঁধে আওয়ামী লীগ নিধনে নেমে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকদের হত্যা করেছে। পরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামায়াতের কুখ্যাত জঙ্গি-সন্ত্রাসী জোট। খুন ও হত্যার রাজনীতির ক্ষেত্রে এদের উদ্দেশ্য ও অভিলাস ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানাব যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। নামে মাত্র দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন। এমন জায়গায় লাগাবেন না যেন পরদিন মানুষ গাছ তুলে ফেলতে বাধ্য হয়। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি। সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানাসহ কেন্দ্রীয় এবং মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।