• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার দেবিদ্বারে প্রথম পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম

| নিউজ রুম এডিটর ১:১১ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২৩ সারাদেশ

কুমিল্লার দেবিদ্বারে প্রথম পৌরসভার মেয়র হলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম শামীম।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেমকে ৪ হাজার ৬৭০ ভোটে হারিয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আলম এ তথ্য জানিয়েছেন।শামীম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।তিনি পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট।আর মোঃ আবুল কাশেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।২০০২ সালে পৌরসভা গঠন করা হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় নির্বাচন আটকে থাকার পর দীর্ঘ ২১ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো।

এ নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন আট জন।সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন।এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫০৯ জন।সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এছাড়াও মেয়র পদে এম এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৯৬ ভোট,এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন)প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট, সাইফুল ইসলাম (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩১ এবং শরিফুল সুমন (চামচ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৩ ভোট পেয়েছেন।