কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক নরসুন্দর যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে কোন এক সময় সে আত্মাহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের নাম লেবু শর্মা (২৫)। তিনি ওই গ্রামের শুবল শর্মার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত লেবু শর্মা পেশায় একজন নরসুন্দর। প্রতিদিনের ন্যায় দোকান থেকে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া পর স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। স্ত্রীকে ঘুমে রেখে কোন এক সময় রুম থেকে বাহির হয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নরসুন্দরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যানি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।