• আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

| নিউজ রুম এডিটর ১২:২৫ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২৩ সারাদেশ

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চান্দিনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় র‍্যালি ও আলোচনা সভা করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।রবিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.সফিকুল ইসলাম, চান্দিনা থানার এস আই মো. রাকিব হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) দেবেশ চন্দ্র দাস,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ আরিফ বিল্লাহ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা তথ্য কর্মকর্তা সেলিনা আক্তার সুমি,উপজেলা সহকারী প্রকৌশল ( জনস্বাস্থ্য) মো. মোস্তফা আমির ভূঁইয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজীম,চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক সহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।