• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

নড়াইলে নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহর শুভ উদ্বোধন

| নিউজ রুম এডিটর ১২:৩৩ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০২৩ অর্থনীতি

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, প্রাণিজ আমিষের যোগান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনের ধারাকে অব্যাহত রাখার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য সপ্তাহ(২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য দপ্তর নড়াইলের বাস্তবায়নে সকাল সাড়ে ৯টায় নড়াইল সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জেলা প্রানী সম্পদ কার্যালয় পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও পুলিশের বাদকদল সহযোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত অতিথিবৃন্দ মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৫জন সফল উদ্যোক্তা মৎস্য চাষীকে সম্মানা ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার তুলে দেন। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন প্রমুখ।

সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত অতিথিবৃন্দ মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার
তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান । অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক এম এইস সোহেল,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃএনামুল হক,জেলা মৎস্য চাষী সমিতির সভাপতি আকরাম সাহিদ চুন্নু প্রমুখ ।