• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২৩ রাজনীতি
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্যে কটূক্তির অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বিএনপির কর্মীসভায় এই বক্তব্য দেন তিনি। পরদিন সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান।
এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক সভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চেনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেল ভেরিফায়েড পেজে প্রচার করা হয়।
আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন উল্লেখ করে আরও অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকাল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্যকালেও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন তিনি।
আওয়ামী লীগের সূত্র বলছে, এই ঘটনার প্রতিবাদে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির প্রসিডিউর লাগবে। তারপর কাজ শুরু করা হবে।