• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

রাহুল রাজ এর প্রেমের কবিতা অঝোরে

| নিউজ রুম এডিটর ৬:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৩ পাঠকের কলাম

অঝোরে
—রাহুল রাজ

কত দিন তোমার চুলের
গন্ধ শুকিনা।
বন্ধ ঘরে অন্ধ আবেগে-
নিস্পলক চোখে,
দেখি না তোমার চোখ।

হয় না ডাকা সেই প্রিয় নামে-
মুনা পাখি সোনা পাখি।

কত দিন হয়!
আলতো আদরে-
প্রেমের চাঁদরে-
জড়িয়ে ধরি না বুকে।
ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি-
ভেসে যাওয়া সুখে দুখে।

কিছু নেই ঠিক, হাল ভাঙ্গা নাবিক-
ভাসে দরিয়ার জলে-
প্রেমের দাহনে পুড়েছি আমি
গভীর প্রেমের ছলে।

হয়নি বলা কত কাল ওগো
কেমন আছ তুমি?
সমুখে পথ, তবু কানে ভাসে শপথ,
পথভ্রষ্ট আমি।

কোন দিন যদি, কবির কথা
গোপনে মনে পড়ে।
কবিতায় খুঁজো, বুঝো,
চোখের জল কালি হয়ে
ঝরেছিল অঝোরে।