• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি |

রাহুল রাজ এর প্রেমের কবিতা অঝোরে

| নিউজ রুম এডিটর ৬:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৩ পাঠকের কলাম

অঝোরে
—রাহুল রাজ

কত দিন তোমার চুলের
গন্ধ শুকিনা।
বন্ধ ঘরে অন্ধ আবেগে-
নিস্পলক চোখে,
দেখি না তোমার চোখ।

হয় না ডাকা সেই প্রিয় নামে-
মুনা পাখি সোনা পাখি।

কত দিন হয়!
আলতো আদরে-
প্রেমের চাঁদরে-
জড়িয়ে ধরি না বুকে।
ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি-
ভেসে যাওয়া সুখে দুখে।

কিছু নেই ঠিক, হাল ভাঙ্গা নাবিক-
ভাসে দরিয়ার জলে-
প্রেমের দাহনে পুড়েছি আমি
গভীর প্রেমের ছলে।

হয়নি বলা কত কাল ওগো
কেমন আছ তুমি?
সমুখে পথ, তবু কানে ভাসে শপথ,
পথভ্রষ্ট আমি।

কোন দিন যদি, কবির কথা
গোপনে মনে পড়ে।
কবিতায় খুঁজো, বুঝো,
চোখের জল কালি হয়ে
ঝরেছিল অঝোরে।