• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার  

| নিউজ রুম এডিটর ৩:২৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২৩ আন্তর্জাতিক
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার। নড়াইল পৌরসভার  হাটবাড়িয়া পার্কে মাগুরা জেলার শালিখা থানার সরসুনা গ্রামের  চার বন্ধু ঘুরতে আসলে ৯ জন স্থানীয়  চাঁদাবাজ তাদের কাছে  ৪০০০ টাকা চাঁদা দাবি করে।
তারা চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ সংক্রান্তে নড়াইল সদর থানার মামলা নং ২৭, তাং-২৫/০৯/২০২৩ ধারা-১৪৩/৩২৩/ ৩৮৫/৩৮৬/৪২৭ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর নড়াইল থানা পুলিশ ও রূপগঞ্জ সদর ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে নড়াইল সদর থানার আউড়িয়া ও আলাদাতপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৬ জন আসামিকে সোমবার (২৫) তারিখে  গ্রেফতার করে তাদের নিকট থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো নাঈম শিকদার (১৯), পিতা-মোঃ জাহিদ শিকদার, সাং-আউড়িয়া, মোঃ আকিব মোল্যা (২২), পিতা-মোঃ আদালত মোল্লা, সাং- ভদ্রবিলা, মোঃ আবিদ মাহমুদ সম্রাট (২২), পিতা-মোঃ সবুর রহমান,সাং-ভদ্রবিলা, মোঃ রবিউল ইসলাম(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং- আউড়িয়া, মোঃ রায়হান হোসেন হৃদয় (২০), পিতা-মোঃ আইয়ুব হোসেন, সাং- আউড়িয়া এবং ৬। মোঃ অন্তর মোল্যা(১৯), পিতা-মৃত তবিবর মোল্লা, সাং-মাছিমদিয়া, সর্ব থানা ও জেলা নড়াইল। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত নড়াইল জেলা গড়ে তোলার জন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।