

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভৈরবে শিবপুরের ছনছাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, এতিম খানার ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।
এ সময় সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে । এ ঘটনার সুষ্ঠু বিচার ও হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি ও ব্যবসায়ীরা। স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া, রফিকুল ইসলাম, ছনছাড়া মার্কেটের মালিক লিয়াকত মিয়াসহ ব্যবসায়ী ও গ্রামবাসিরা জানায় আজ সকালে ছনছাড়া এতিমখানা মাঠে টান কৃষ্ণ নগর গ্রামের যুবকরা ফুটবল খেলা নিয়ে ছনছাড়া গ্রামের যুবকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টান কৃষ্ণ নগর গ্রামের যুবক রনি, সানি সহ ৮ জন আহত হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ইউপি সদস্য জামাল মিয়া ও তার ভাই গোলাপ মিয়া, বজলু মিয়ার নেতৃত্বে গ্রামের ৭/ ৮ শ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ছনছাড়া এতিম খানা, মাদ্রাসা ভাংচুর করে। পরে তারা মার্কেটে এসে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও ক্যাশবাক্স থেকে ব্যবসার সমুদয় টাকা পয়সা ও কয়েকটি দামী মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় ।
এ বিষযে মুরগি ব্যবসায়ী নাঈম মিয়া জানান , আজ হাটবার তাই দোকানে ৫ শ মুরগি এনে ৩ শ মুরগি বিক্রি করে ক্যাশবাক্সে টাকা রেখেছিলাম। মুরগি বিক্রির টাকাসহ নগদ ১ লাখ টাকা এবং অবিক্রীত ২ শ মুরগি তারা লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় দোকানপাট কুপিয়ে ভাঙচুর করে গেছে। এ বিষয়ে শিবপুর ইউপি সদস্য টান কৃষ নগর গ্রামের জামাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ছনছাড়া গ্রামের লোকজন হামলা চালিয়ে তার গ্রামের রনি, সানি, মানিক মিয়া সহ অন্তত ১০ জন যুবক ও কিশোরকে মারধোর করে আহত করেছে ।
এ বিষযে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি।