• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

ফুটবল খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষ, ভাংচুর, লুটপাট। প্রতিবাদে মানববন্ধন 

| নিউজ রুম এডিটর ৬:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ খেলাধুলা, ফুটবল

মোঃ ছাবির উদ্দিন রাজু   ভৈরব ( কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভৈরবে  শিবপুরের ছনছাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, এতিম খানার ঘর ভাংচুর ও লুটপাটের  অভিযোগ  পাওয়া গেছে ।

এ সময় সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে । এ ঘটনার সুষ্ঠু বিচার  ও হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন  করেছে  স্থানীয়  গ্রামবাসি ও ব্যবসায়ীরা।  স্থানীয়  ইউপি সদস্য  হারুন মিয়া, রফিকুল ইসলাম, ছনছাড়া মার্কেটের  মালিক  লিয়াকত মিয়াসহ ব্যবসায়ী ও গ্রামবাসিরা জানায়  আজ সকালে ছনছাড়া এতিমখানা মাঠে টান কৃষ্ণ  নগর গ্রামের যুবকরা ফুটবল খেলা নিয়ে ছনছাড়া গ্রামের যুবকদের সাথে হাতাহাতির ঘটনা  ঘটে। এ সময় টান কৃষ্ণ নগর গ্রামের যুবক রনি, সানি সহ ৮ জন আহত হয়। এ খবর গ্রামে ছড়িয়ে  পড়লে ইউপি সদস্য  জামাল মিয়া ও তার ভাই গোলাপ মিয়া,  বজলু মিয়ার নেতৃত্বে  গ্রামের ৭/ ৮ শ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ছনছাড়া এতিম খানা, মাদ্রাসা  ভাংচুর করে। পরে তারা মার্কেটে এসে হামলা চালিয়ে  দোকানপাট ভাংচুর ও  ক্যাশবাক্স থেকে ব্যবসার সমুদয় টাকা পয়সা  ও  কয়েকটি দামী মোবাইল  ফোন লুটপাট করে  নিয়ে যায় ।

 এ বিষযে  মুরগি ব্যবসায়ী নাঈম মিয়া জানান , আজ হাটবার তাই দোকানে ৫ শ মুরগি এনে ৩ শ মুরগি বিক্রি  করে ক্যাশবাক্সে টাকা রেখেছিলাম। মুরগি বিক্রির টাকাসহ নগদ ১ লাখ টাকা এবং অবিক্রীত ২ শ মুরগি তারা লুট করে নিয়ে গেছে। যাওয়ার  সময়  দোকানপাট কুপিয়ে  ভাঙচুর করে গেছে।   এ বিষয়ে  শিবপুর ইউপি  সদস্য  টান কৃষ নগর গ্রামের জামাল মিয়া  অভিযোগ অস্বীকার করে  বলেন,  ছনছাড়া গ্রামের লোকজন হামলা চালিয়ে  তার গ্রামের রনি, সানি, মানিক মিয়া সহ  অন্তত ১০ জন যুবক ও কিশোরকে মারধোর  করে আহত করেছে ।

এ বিষযে  ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষের ঘটনা ঘটেছে । খবর পেয়ে  পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।  এ ঘটনায়  এখনো কেউ মামলা দায়ের  করেনি।