

স্বপ্নের নায়ক সালমান শাহ। সালমান শাহ’র মা নীলা চৌধুরী ছেলের রহস্য খুঁজতে কম পথ হাঁটেননি। তিনি লন্ডনে বসবাস করছিলেন। জানা গেছে সম্প্রতি তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নীলা চৌধুরী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ’র (ভাইয়ের বৌ) শাহরানের স্ত্রী জারানের আম্মু, নীলা চৌধুরীর ফেসবুকে স্ট্যাটাস দেন।
সালমান শাহ’র মায়ের বাম হাত ভেঙে গেছে। তার হাসপাতালে ভর্তির ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে কথা হয়েছে।
জানাগেছে আজ রোববার (১২ নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন।