• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

লন্ডনের একটি হাসপাতালে ভর্তি সালমান শাহ’র মা

| নিউজ রুম এডিটর ২:১৬ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০২৩ বিনোদন

স্বপ্নের নায়ক সালমান শাহ। সালমান শাহ’র মা নীলা চৌধুরী ছেলের রহস্য খুঁজতে কম পথ হাঁটেননি। তিনি লন্ডনে বসবাস করছিলেন। জানা গেছে সম্প্রতি তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নীলা চৌধুরী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ’র (ভাইয়ের বৌ) শাহরানের স্ত্রী জারানের আম্মু, নীলা চৌধুরীর ফেসবুকে স্ট্যাটাস দেন।

সালমান শাহ’র মায়ের বাম হাত ভেঙে গেছে। তার হাসপাতালে ভর্তির ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে কথা হয়েছে।

জানাগেছে আজ রোববার (১২ নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন।