• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

তালার প্রবীন আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে সাক্ষাত করলেন সেঁজুতি-এমপি

| নিউজ রুম এডিটর ১০:৩৯ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি তালার ধানদিয়া ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেছেন।

তিনি অসুস্থ্য ও প্রবীন আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে তাদের সাথে সাক্ষাত করেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এলাকার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে খোজ খবর নেন।

গত ২৮ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মত লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন সফর করেন।


এমপি সেঁজুতি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত সেনেরগাতি গ্রামের শতবর্ষী আওয়ামী লীগ নেতা নবাত আলী দফাদার (১০২) ও ক্যান্সারে আক্রান্ত মো. সিরাজুল ইসলাম মোল্লার (৮৫) বাড়িতে যেয়ে তাদের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতি আহবান জানান।

লায়লা পারভীন সেঁজুতি ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক, প্রয়াত মাষ্টার মো.আব্দুল গফফার, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজ খবর নেন।

দিনভর এই সফরকালে উপস্থিত ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. সোহেল উদ্দীনের একমাত্র ছেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এমাদুল মোল্লা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান রেজা টুটুল, ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রউফ মল্লিক, ৪নং আনিসুর রহমান, ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন নুর ইসলাম।