• আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সাতক্ষীরায় ডিবির হাতে ফেন্সিডিলসহ আটক -১

| নিউজ রুম এডিটর ১০:২৪ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০২৪ আইন ও আদালত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে শহরের বাইপাস সড়কের বাকাল মেডিকেল মোড়ে জয়া ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকৃত আসামী দেবহাটা থানার নওয়াপাড়া ক্লাবমোড় এলাকার বাসিন্দা মোঃ আঃ রশিদ মিস্ত্রীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (ওরফে) বাবু (২০)।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(খ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নং-১৯, তারিখ-১৪/০৩/২০২৪ ইং।