• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক সাংসদ রবি

| নিউজ রুম এডিটর ১০:০৪ পূর্বাহ্ণ | মার্চ ২০, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গত-ইং-১৮/০৩/২০২৪ তারিখে স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে ভারতে যাওয়ার কারণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধাা মীর মোস্তাক আহমেদ রবিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে লিখিতভাবে দায়িত্বভার হস্তান্তর করেছেন এবং সেই সাথে তাঁর অনুপস্থিতিতে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ভারপ্রাপ্ত সভাপতিকে সকল বিষয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

এব্যাপারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগসহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সাতক্ষীরার সকল পত্রিকার সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।