• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক সাংসদ রবি

| নিউজ রুম এডিটর ১০:০৪ পূর্বাহ্ণ | মার্চ ২০, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গত-ইং-১৮/০৩/২০২৪ তারিখে স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে ভারতে যাওয়ার কারণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধাা মীর মোস্তাক আহমেদ রবিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে লিখিতভাবে দায়িত্বভার হস্তান্তর করেছেন এবং সেই সাথে তাঁর অনুপস্থিতিতে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ভারপ্রাপ্ত সভাপতিকে সকল বিষয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

এব্যাপারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগসহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সাতক্ষীরার সকল পত্রিকার সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।