• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

সাতক্ষীরা উই হাটবাজার উদ্বোধন করলেন এমপি সেঁজুতি

| নিউজ রুম এডিটর ৯:০৬ অপরাহ্ণ | মার্চ ২২, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

এমএ মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রথমবারের মতো ২দিনব্যাপী নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাটবাজারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শুক্রবার (২২ মার্চ) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে উই হাটবাজারের সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের ফারহা দীবা খান সাথী, মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন খুরশিদ জাহান শিলা, এসমোতারা বেগম, লতিফুন নাহার লতা, রাশিদা খাতুন ডালিম, সালমা হক, ফিরোজা খানম, কাজী মেহেরুন নেছা সহ উই হাটবাজারে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তারা।

উই হাটবাজার উদ্বোধন হতে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টাকা খোলা থাকবে। এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালি বিভিন্ন জিনিসপত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরী পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাবে।

এখানে ছোট পরিসরে মোট ১২ স্টল অংশগ্রহণ করেছে। সেগুলো হল মিনা ফ্যাশন টেইলারিং, উঠানহাট, রাফসান অনলাইন শপথ, আরজে লেডিস্ স্টাইল, ছোয়া বুটিকস্, অর্ণব ফ্যাশন হাউস, আসমাউল অনলাইন শপথ, দক্ষিণের হাট, অন্বয়, তামান্নাস্ কিসেনেট প্রমুখ।