• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

সাতক্ষীরায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ!

| নিউজ রুম এডিটর ১:৩৩ পূর্বাহ্ণ | মার্চ ২৪, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে দুর্র্নীতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে (১৯ মার্চ) প্রতিকার চেয়ে কৃষি শিক্ষক সাইফুর রহমান ও আইসিটি শিক্ষক ফজর আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, চাকুরিতে যোগদানের পর তারা ১৬ বছরের অতিবাহিত করেছেন ওই মাদ্রাসায়। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নীতিমালার আলোকে ১১.৫ ধারা মোতাবেক চাকুরীর মেয়াদ ১৬ বছর পূর্ণ হলে তিনি উচ্চতর স্কেল প্রাপ্তি হবেন। সে কারণে চাকুরিকাল ১৬ বছরের অধিক হওয়ায় উচ্চতর গ্রেড (৯ম হতে ৮ম) প্রাপ্তির জন্য গত ২০২৩ সালেল ২৫ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আবেদন করেন তারা। এ আবেদনের পরিপেক্ষিতে ওই মাসের ২৯ তারিখের ১৩/২৩নং ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তে তাদের উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন গ্রহণযোগ্য হয়। সেই সাথে প্র্রয়োজনীয় কাগপত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষর করেন। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ২ শিক্ষকের নিকট বিশ হাজার টাকা দাবী করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কৌশলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (MEMIS) এর ইউজার আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করে দেন। যার কারণে ওই ২ শিক্ষক কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করতে ব্যার্থ হয়েছেন।

এভাবে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীর্ঘদিন তাদের আর্থিক ও মানুষিকভাবে হয়রানির করে আসছেন বলেও অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই দুই শিক্ষক। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিকে বলা হলেও কোন কিছুর তোয়াক্কা করছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এদিকে এসব বিষয়ে হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম বিল্লাহ তার বিরুদ্ধে আনা আভিযোগের বিষয় অস্বীকার করেন।