• আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৮:২৬ অপরাহ্ণ | এপ্রিল ৬, ২০২৪ সারাদেশ

ফরিদপুরে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সজীব শেখ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব রাজবাড়ীর গোয়ালন্দের সোহবার মন্ডলপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।