• আজ ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ |

৩ বছরের শিশু আতিফাকে বাচাতে সাহায্যের আকুতি পরিবারের ।

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে  সিরাজদিখানে ৩ বছরের শিশু আতিফা বাঁচতে চায়। সে উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের বালিয়াকান্দার মো.আলামিনের মেয়ে। পিত্তথলির তিনটি নার চিকন হওয়ায় দেড় বছর ধরে অসুস্থ্য আতিফার চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে। শিশু আতিফার পিত্তথলির অপারেশন করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। খেটে খাওয়া আতিফার বাবার পক্ষে একসাথে এতো টাকা যোগান দেওয়া প্রায় অসম্ভব। বর্তমানে আতিফার আনুসাঙ্গীক খরচ যোগান দিতে গিয়েও হিমসিম খেতে হচ্ছে তার পরিবারের। এমতাবস্থায় আতিফার পরিবার সমাজের ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

 

আতিফার মা মানছুরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে জন্মের পর থেকেই তার লিভারের সমস্যা। ডাক্তার দেখানোর পর তারা জানায় পিত্তথলির তিনটি নার চিকন, মাঝে মধ্যে সেগুলো বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় ডাক্তার দেখিও কোন সমস্যা সমাধান হয়নি। বাড়িঘর জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছি।

আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, সেও অনেক অসুস্থ। এখন মাত্র ৩ লাখ টাকা হলেই আমার মেয়েকে সুস্থ করতে পারি, ডাক্তার বলছে ইন্ডিয়ায় নিয়ে চিকিৎসা করতে, এখন আমাদের টাকা দরকার,সবাই সহযোগিতা করলে আমার মেয়েটা বেঁচে যাবে। তাই সবার কাছে আকুতি আমার মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য টাকা দিয়ে আমাদের সহযোগিতা করুন। সাহায্যের জন্য বিকাশ নাম্বার ০১৯৬৮৯৩৭৫৯৭।