

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৫ জুলাই) মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। প্রথম হাফ শেষে এক গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের ৩৫তম মিনিটে কর্নার থেকে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ডিফেন্সকে চেপে ধরে ইকুয়েডরের ফুটবলাররা। বল দখলে এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল ইকুয়েডর। শুরুর পঁচিশ মিনিটে তিনটি শট নেয় ইকুয়েডর। তার মাঝে একটি অন টার্গেটও ছিল। তবে গোল আদায় করতে পারেনি তারা।
এরপর অবশ্য খেলা নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে পাওয়া নিজেদের প্রথম কর্নার থেকেই গোল পায় আলবিসেলেস্তারা। মেসির নেয়া কর্নার প্রথম ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে পিছনে চলে যায়। তা পেয়ে সহজে হেডে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ।
এরপর খেলার গতি কিছুটা হারিয়ে ফেলে দুই দলই। ম্যাচের ৪২তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোলের একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এদিকে মেসিকে নিয়ে শঙ্কা থাকলেও শুরুর একাদশেই রয়েছেন তিনি।
কোপার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ৯০ মিনিট খেলা শেষে কোন ফল না আসলে অতিরিক্ত সময় যোগ করা হবে না। ৯০ মিনিট খেলা শেষে ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যাবে।