• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

ঢাকা মহানগর পিপি নিযুক্ত হলেন এহসানুল হক সমাজী

| নিউজ রুম এডিটর ১১:০৩ পূর্বাহ্ণ | আগস্ট ২৮, ২০২৪ আইন ও আদালত, লিড নিউজ

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন এহসানুল হক সমাজী।

মঙ্গলবার (২৭ আগস্ট) পিপি হিসেবে এহসানুল হক সমাজীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে মো. আব্দুল্লাহ আবুর নিয়োগাদেশ বাতিল করা হলো এবং এ পদে এহসানুল হক সমাজীকে নিযুক্ত করা হয়েছে।

১/১১ এর সরকারের সময়ও পিপি হিসেবে এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বিদায়ী পিপি আব্দুল্লাহ আবু ২০০৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের তিন আমলেই এ দায়িত্বে ছিলেন।