• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

উত্তরায় চোরাইকৃত ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ২:৫৫ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।উত্তরা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও ২২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গৃহকর্মী মনিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান ডিএমপি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ জুলাই উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী বেডরুমের আলমারির তিনটি তালা ভেঙ্গে নগদ টাকা, ডলার ‍ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী সালমা খানমের অভিযোগের প্রেক্ষিতে একটি চুরির মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল গত ১৯ আগস্ট অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গৃহকর্মী মনিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মনিকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।