• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

আউশ ধানের শস্য কর্তন মাঠ দিবস পালিত বরগুনা

| নিউজ রুম এডিটর ১২:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২৪ বরিশাল, সারাদেশ

বরগুনা রিপোর্টার :ইউ এস এ আই ডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এ প্রকল্প আই এফ ডিসি এর আয়োজনে আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বরগুনার ৬নং বুড়িরচর ইউনিয়নের সোনাখালী ব্লকের কেওড়াবুনিয়া গ্রামে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, বরগুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ নাজমুল হক, কৃষি প্রকল্পের মাঠ সমন্বকারী আই এফ ডি.সি বরিশাল। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আব্দুল রবসহ অর্ধশতাধিক কৃষান ও কৃষিনীবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে আউশ আবাদের সুযোগ বেশি। এখানে সাধারণত বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষাবাদ করা যায়। বাড়তি সেচের প্রয়োজন কম লাগে। তবে উৎপাদন বাড়াতে অবশ্যই উন্নতমানের হাইব্রিড এবং ইনব্রিড জাত ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্রি হাইব্রিড ধান৭ যথেষ্ট উপযোগী।

আমন ধান আবাদ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণের কারণে আমনের বীজতলার কিছু ক্ষতি হয়েছে। এজন্য ধানের চারার ঘাটতি দেখা দিতে পারে। তাই প্রতিগোছায় ৩/৪ টির পরিবর্তে ১-২টি করে রোপণ করলে আশা করি চারার সঙ্কট হবে না। পরবর্তীতে সুষম মাত্রায় সার প্রয়োগ, সময়মতো পরিচর্যা আর বালাই ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফলন পাওয়া যাবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তিগত পরামর্শে আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। কৃষক এবং কৃষি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণাঞ্চলের শস্য ভান্ডারের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।

এসময় মাঠদিবসে অর্ধশতাধিক কৃষান ও কৃষাণী অংশগ্রহন করেন।