• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| নিউজ রুম এডিটর ৯:০২ অপরাহ্ণ | অক্টোবর ৩, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: কেউ একেঁছে প্রাকৃতিক দূর্যোগ, কেউ একেঁছে বন্যা, কেউবা আবার অতিবৃষ্টি, আবার কারোর রং তুলিতে ফুঁটে উঠেছে লবনাক্ততার কারণে দিশেহারা কৃষকের ফসলের মাঠ।

ঠিক এমনই সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত কারনে নানা প্রতিবন্ধকতা ছবির মাধ্যমে তুলে ধরলো শ্যামনগরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৩ মার্চ ২০২৪) বেলা ১২ টায় উপজেলার ১৫৩ নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৪ পালন উপলক্ষ্যে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক সার্বিকভাবে এই অনুষ্ঠানে সহযোগিতা করেন।

কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার রায় এর সভাপতিত্বে এবং বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ এর পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র রপ্তান, শিক্ষিকা শংকরী মন্ডল, বারসিকের কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন, এসএসএসটির প্রকাশ মন্ডল, গৌতম সরদার প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পার্শ্ববর্তী ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। চিত্রাঙ্কন শেষে উপস্থিত শিক্ষকদের বিবেচনায় প্রধান স্থান বিবেচিত হন ১৮৬ নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মো. সাইমন, দ্বিতীয় স্থান বিবেচিত হন ১৫৩ নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তন্ময় সরকার এবং তৃতীয় স্থান বিবেচিত হন ২৫ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান রিমি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার গ্রহনের পাশাপাশি বারসিক এর পক্ষ থেকে অত্র বিদ্যালয় ক্যাম্পাসে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়েকটি বৃক্ষ রোপন করা হয়।