• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

তারুণ্যের উৎসবে ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত ও রেলি বরগুনায়

| নিউজ রুম এডিটর ২:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০২৪ জাতীয়

স্টাফ রিপোর্টার আরিফ ইসলাম মুরাদ: দেশব্যাপী তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ভয়েস ফর ক্লাইমেট জাস্টিস স্লোগানে বরগুনায় ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সামিটের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

এর আগে তারুণ্যের উৎসবকে কেন্দ্র একটি বিশাল রেলি আয়োজন করা হয়।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশের জন্য বিশ্বের ধনী দেশগুলোর দায় দায়িত্ব এবং জলবায়ু ন্যায় বিচার পেতে করণীয় বিষয় নিয়ে এ সামিটে বক্তব্য রাখেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারপার্সন ফারিহা অমি, ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবাল-এর সদস্য এস এম শাহিন আলম।

বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সামিটের আয়োজন করে দুর্বার তারুণ্য ইয়োথ নেটওয়ার্ক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বরগুনা প্রেসক্লাব।

এ সামিটে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিয়া, বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাড. সোহেল হাফিজ এবং জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় বিশিষ্টজন।