• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

পিন পতন নীরবতায় চলছে ইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা

| নিউজ রুম এডিটর ১১:০২ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: পিন পতন নীরবতায় চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ভর্তি পরীক্ষা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টা থেকে রবীন্দ্র নজরুলের গগন হরকরা গ্যালারি ও ৩০৩ নং কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষায় ১৬৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

প্রতি বছরের ন্যায় রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় অংশ হিসেবে ৫০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জানুয়ারি এ পরিক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিক্ষায় প্রধান পরিদর্শক ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড.কামরুল হাসান এবং সিনিয়র রোভারমেট ও সভাপতি দিদারুল ইসলাম রাসেল।

এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সাঈম বলেন, আমরা প্রতি বছর পরীক্ষার মাধ্যমে সহচর সিলেক্ট করি। সেই ধারাবাহিকতায় এই বছরেও আমরা সহচর পরীক্ষা নিয়েছি। আমরা এই নতুন শিক্ষার্থীদের নিয়ে রোভার স্কাউটকে এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষাদেরকে তাদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২৫ জানুয়ারি রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে।