• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা |

পিন পতন নীরবতায় চলছে ইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা

| নিউজ রুম এডিটর ১১:০২ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: পিন পতন নীরবতায় চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ভর্তি পরীক্ষা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টা থেকে রবীন্দ্র নজরুলের গগন হরকরা গ্যালারি ও ৩০৩ নং কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষায় ১৬৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

প্রতি বছরের ন্যায় রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় অংশ হিসেবে ৫০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জানুয়ারি এ পরিক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিক্ষায় প্রধান পরিদর্শক ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড.কামরুল হাসান এবং সিনিয়র রোভারমেট ও সভাপতি দিদারুল ইসলাম রাসেল।

এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সাঈম বলেন, আমরা প্রতি বছর পরীক্ষার মাধ্যমে সহচর সিলেক্ট করি। সেই ধারাবাহিকতায় এই বছরেও আমরা সহচর পরীক্ষা নিয়েছি। আমরা এই নতুন শিক্ষার্থীদের নিয়ে রোভার স্কাউটকে এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষাদেরকে তাদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২৫ জানুয়ারি রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে।