• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

পিন পতন নীরবতায় চলছে ইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা

| নিউজ রুম এডিটর ১১:০২ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: পিন পতন নীরবতায় চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ভর্তি পরীক্ষা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টা থেকে রবীন্দ্র নজরুলের গগন হরকরা গ্যালারি ও ৩০৩ নং কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষায় ১৬৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

প্রতি বছরের ন্যায় রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় অংশ হিসেবে ৫০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জানুয়ারি এ পরিক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিক্ষায় প্রধান পরিদর্শক ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড.কামরুল হাসান এবং সিনিয়র রোভারমেট ও সভাপতি দিদারুল ইসলাম রাসেল।

এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সাঈম বলেন, আমরা প্রতি বছর পরীক্ষার মাধ্যমে সহচর সিলেক্ট করি। সেই ধারাবাহিকতায় এই বছরেও আমরা সহচর পরীক্ষা নিয়েছি। আমরা এই নতুন শিক্ষার্থীদের নিয়ে রোভার স্কাউটকে এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষাদেরকে তাদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২৫ জানুয়ারি রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে।