• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

কুড়িগ্রামে ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | জুন ১২, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ বছরের এক কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযুক্ত হাবিবুর রহমান জেলার ফুলবাড়ী উপজেলার  সদর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার সাইফুর রহমানের ছেলে।

অভিযুক্ত হাবিবুর বৃহস্পতিবার (১২জুন) সকালে বাড়ি সংলগ্ন জনৈক সুবাশের বাগান বাড়িতে জাম কুড়াতে আসা যমজ দুই বোনের মধ্যে একজনের সাথে এই অপকর্মের চেষ্টা চালায়।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, জাম কুড়াতে আসা দু’যমজ বোনকে গাছ থেকে জাম পেড়ে দিবে বলে প্রলোভন দেখিয়ে আটকে রাখে। পরে কৌশলে জাম গাছের পাশে জঙ্গলে এক বোনকে নিয়ে যায়। সেখানে শিশু মেয়েটি ভয়ে চিৎকার করলে সঙ্গে থাকা জমজ বোনটি বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ওই যুবক পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা জোট হয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ছেলেটি খুবই খারাপ। তার বিরুদ্ধে এর আগেও দুই কন্যা শিশুকে অপদস্ত করার অভিযোগ রয়েছে। এবার আমার মেয়েটির উপরও নির্যাতন করেছে। আমি সঠিক বিচারের আশায় নিজে বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংখ্যালঘু শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।