• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

যুবকদেরকে সবাই দলদাসে পরিণত করতে চায় -ড. আতিক মুজাহিদ

| নিউজ রুম এডিটর ১১:৪৮ অপরাহ্ণ | জুন ১৫, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: বাংলাদেশের যুবকদেরকে সবাই দলদাসে পরিণত করতে চায়, তাদেরকে কর্মক্ষম করার বদলে মাদকাসক্ত করা হয়, সন্ত্রাসী আর দলীয় ক্যাডার বানানো হয়। একশ্রেণির রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুবকদের অসৎ পথে পরিচালিত করে। আমরা এই যুব সমাজের পরিবর্তন চাই, রোববার (১৫ জুন) সন্ধ্যায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আলিয়া মাদ্রাসা হলরুমে এক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুবকরা আমাদের কাছে আমানত, আমরা তাদের চাঁদাবাজ তৈরী করবোনা, আমরা তাদের কাজ দিয়ে দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলবো।
তিনি কুড়িগ্রামের যুবকদের প্রসঙ্গে বলেন, আমাদের যুবকরা হবে কুড়িগ্রামের উন্নয়নের হাতিয়ার। আমরা তাদের কাজ চাই, আমাদের যুবকরা কর্মক্ষম হলে আমরা এগিয়ে যাবো, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা যুব সমাজের বেকারত্ব চাইনা।

জাতীয় যুবশক্তির এই কর্মসূচিতে আলোচনা রাখেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক (কুড়িগ্রাম জেলার দায়িত্ব প্রাপ্ত) শাওন মোস্তফা, আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম মোনাব্বের, এনসিপির জেলার শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জাতীয় যুবশক্তির জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিমন, মিনারুল ইসলাম ও তারিকুজ্জামান তমাল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, নুরুন্নবী সরকার, আমিরুজ্জামান সরকার লিটু প্রমুখ।