• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর | উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত দেড় শতাধিক | প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি | ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সউদীর ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ |

ঘাষ কাটতে বাধা দেওয়াই কাল হল সবজি চাষীর

| নিউজ রুম এডিটর ৭:১৩ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:  কুড়িগ্রামের চিলমারীতে এক সবজি চাষীর স্বপ্নের ক্ষেত লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে ক্ষেতের ২৬শ’ গাছ গোড়া থেকে কেটে দেয়া হয়েছে। এতে ওই চাষীর দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষী ফরিদ রেজা ফুয়াদ (২৮) জানান, উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় জনৈক আহসানুর রহমানের ৭০ শতাংশ জমি ৬০ হাজার টাকায় লীজ গ্রহণ করেন তিনি। সেই জমিতে অনেক স্বপ্ন নিয়ে লাউ, পেঁপে, শষা, ঝিঙা, ঢেড়স, বটবটি, বেগুন, ফুলকপি ও বাধাকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। কিছু কিছু সবজি উত্তোলনও শুরু করেছিলেন। কিন্ত প্রতিহিংসাবশত: সেই জমির সমস্ত গাছের গোড়া কেটে ফেলায় চোখে অন্ধকার দেখছেন চাষী ফরিদ রেজা ফুয়াদ।

এ ঘটনায় বায়োজিদ মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ফরিদ রেজা ফুয়াদের ছোট ভাই আহাদ আলী।
অভিযোগ সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন পূর্বে অভিযুক্ত বায়োজিদ মিয়া বেড়া টপকে সবজি ক্ষেতে ঢুকে ঘাস কাটতে যায়। এসময় সবজি ক্ষেতের দেখাশুনার দায়িত্বে থাকা মিঠুন ও লিমন বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিযুক্ত বায়োজিদ মিয়া দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগকারী আহাদ আলী জানান, আমরা ক্ষেতে গিয়ে হতভম্ব হয়ে যাই। সব গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এটা বায়েজিদ ছাড়া আর কেউ করতে পারে না। আমরা ক্ষতিপূরণসহ উপযুক্ত বিচার চাই।

চাষী ফরিদ রেজা ফুয়াদ বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছি। ওই কৃষককে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।