• আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৪১ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২৫ শিক্ষাঙ্গন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী সংগঠন সিএসই সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘এল ডায়াবলো’।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চারটি ভিন্ন ভিন্ন রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়।

জানা যায়, প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১২টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৬টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪টি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাদঁপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২টি করে এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে ১টি করে মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল বলেন, ‘এইবার আমাদের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল অংশগ্রহণ করেছে। আমরা প্রতিবছর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করি। এতে করে আমাদের শিক্ষার্থীদের স্কিলস বাড়ে এবং জাতীয় পর্যায়ে তারা ভালো করে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং সামনে আরো বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা আছে।’

এ বিষয়ে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ‘ প্রতি বছর আমাদের সিএসই ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইনডোর এবং আউটডোর খেলার আয়োজন করা হয়। সেই সাথে আমরা চেষ্টা করি একটা আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করতে। গতবার আমরা ন্যাশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবার আমরা চট্টগ্রাম অঞ্চলে যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে ‘চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট’ আয়োজন করেছি। সামনে আরো বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।’