• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

ভাটারায় মাথায় পাইপ পরে নির্মাণ শ্রমিক নিহত

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২২ ঢাকা, সারাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারা এলাকায় পাইলিং এর কাজ করার সময় পাইপ মাথায় পড়ে মোঃ শফিকুল ইসলাম(৩৫)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জনুয়ারি)সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা এগারটার দিকে মৃত ঘোষণা করেন ।

নিহতের সহকর্মী সাইদুল ইসলাম জানান, আমরা সবাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময়।একটি পাইলিং এর পাইপ তার মাথায় পড়ে এতে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, নেত্রকোনা সদর উপজেলার উত্তর কিশোর গ্রামের মোহাম্মদ আলম এর সন্তান। বর্তমানে,বসুন্ধরা আবাসিক এলাকায় ওই ভবনে থাকতেন,নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। নিহত নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।