• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

দর্শনায় মাদকবিরোধী অভিযানে র‍্যাব হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

| নিউজ রুম এডিটর ৮:৩৭ অপরাহ্ণ | জানুয়ারি ২৫, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‍্যাব)। সোমবার (২৪শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল হক (৪০) দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে। মঙ্গলবার (২৫শে জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকালে জানতে পারে যে, দর্শনা রেলস্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানাধীন রামনগর এলাকায় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯৫ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ২৫০ টাকা উদ্ধারপূর্বক আশরাফুল হককে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।