• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

দর্শনায় মাদকবিরোধী অভিযানে র‍্যাব হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

| নিউজ রুম এডিটর ৮:৩৭ অপরাহ্ণ | জানুয়ারি ২৫, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‍্যাব)। সোমবার (২৪শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল হক (৪০) দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে। মঙ্গলবার (২৫শে জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকালে জানতে পারে যে, দর্শনা রেলস্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানাধীন রামনগর এলাকায় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯৫ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ২৫০ টাকা উদ্ধারপূর্বক আশরাফুল হককে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।