

হিলি প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দড়ি বেঁধে দোলনা খেলতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে হাবিবা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সরঞ্জাগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু সরঞ্জাগাড়ী গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটি নিজ বাড়িতে পিয়ারা গাছের সাথে দড়ি বেঁধে দোলনা খেলছিলো। খেলার একসময়ে হঠাৎ মাথায় গাছের ডাল ভেঙ্গে পড়ে এতে শিশুটি আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নেওয়ার পথে শিশুটি মারা যায়।