• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

সিরাজদিখানে তেল কম দেওয়ায় মা ফিলিং স্টেশনের মালিকের দ্বিতীয় বার অর্থদন্ড!

স্টাফ রিপোর্টার: মাপে কম দেয়ায় সিরাজদিখানে একটি জ্বালানি ফিলিং স্টেশনে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গতকাল মঙ্গলবার দুপুরে নিমতলা-সিরাজদিখান সড়কের উপজেলা মোড় সংলগ্ন ‘মা ফিলিং স্টেশনে ’- অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্টেট ও সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ।

এ সময় উপস্থিত ছিলেন,বি এসটি আই এর পরিদর্শক নাজমুস হায়াত ,সিরাজদিখান থানার এ এস আই আমির হোসেন। নিবার্হী ম্যাজিষ্টেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, তেল ওজনে কম দেওয়ায় মা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে এর আগে সিরাজদিখান বাজারে মিষ্টি ওজনে কম দেওয়ায় রাজ লক্ষী মিষ্টি দোকানের মালিক খোকন ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । উল্লেখ্য, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তেল কম দেওয়ায় মা ফিলিং স্টেশনের মালিককে প্রথম বারের মত অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ নিয়ে মা ফিলিং স্টেশনের মালিক দ্বিতীয় বারের মত অর্থদন্ডে দন্ডিত হলেন।