• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

| নিউজ রুম এডিটর ৮:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদারঃ সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ। সংগঠনের নেতাকর্মীদের মুজিব আদর্শে গড়ে তোলার পাশাপাশি নতুন আঙ্গিকে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি উপজেলার ১৪ টি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন ও বিলুপ্তর প্রক্রীয়া শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ১৪ টি ইউনিয়নের সিংহভাগ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ নেই। ইউনিয়ন সমূহে কমিটি না থাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক চর্চা কমে যাওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে সক্রিয় না থাকার প্রবণতা লক্ষ করা যায়। সম্প্রতি ১৪ টি ইউনিয়নের মধ্যে মধ্যপাড়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটি প্রেস রিলিজের মাধ্যমে গঠন করা হয়েছে।

এছাড়া ইছাপুরা, চিত্রকোট, বালুচর, কোলা ও শেখরনগর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়ন সমূহের কমিটি বিলুপ্ত করণের মধ্য দিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে মর্মে জানা গেছে।উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক জানান, আমরা ইতোমধ্যে একটি ইউনিয়নে কমিটি দিয়েছি৷ পাঁচটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছি এবং সিভি আহবান করেছি। বাকী ইউনিয়ন সমূহের কমিটি প্রর্যায়ক্রমে আগামী এক মাসের মধ্যে বিলুপ্ত ঘোষনা করা হবে এবং সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।