• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৯:০৫ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২২ আইন ও আদালত

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় ওই মামলার বাদীকেই দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সদাই চন্দ্র সরকার (৪৯)। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশর গ্রামে।

আদালতের পেশকার হেমন্ত বর্মণ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০১২ সালে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবিত্রী সরকারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন সদাই চন্দ্র সরকার। ২০১৫ সালে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিন আসামিকেই খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, হয়রানি ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ওই মামলা দায়ের করা হয়েছিল। এ রায় হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৫ সালে ভুক্তভোগী সাবিত্রী সরকার সদাই চন্দ্র সরকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলারই রায় ঘোষণা হলো আজ। এতে সদাই চন্দ্র সরকারকে সাজা দেওয়া হয়েছে।’

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি বলেন, ‘মিথ্যা মামলা করে হয়রানি করলে ভুক্তভোগী ব্যক্তিও মামলা করতে পারেন। সে আইনেই ভুক্তভোগী সাবিত্রী মামলা করেছিলেন। রায় ঘোষণার সময় আসামি সদাই চন্দ্র সরকার আদালতে হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’