• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

কালীগঞ্জে আগুনে পুড়লো ৪ ঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের দুলাল মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুলাল মিয়ার স্ত্রী রান্না করার সময় অসাবধানতা বসত আগুন লেগে যায়। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৪টি ঘর, আসবাবপত্র, ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

দুলাল মিয়া জানান, আমি মাঠে কাজ করতে ছিলাম হঠাৎ বাড়ির লোকের চিৎকার শুনে এসে দেখি আমার বাড়ির রান্না-ঘরের চালে আগুন। পরে আমাদের চিৎকারে স্থানীরা ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভায়। আমার রান্নাঘরসহ মোট চারটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রাখা ধান, চাল, তামাক, নগদ টাকাসহ ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুলাল মিয়ার ভাই ব্যবসায়ী খোকন মিয়া জানান, আমাদের পাঁচ ভাইয়ের বাড়ি একসাথে। দুপুরে দুলাল ভাইয়ের বাড়িতে রান্নাঘরে আগুন লাগে তার দুইটি ঘর ও হেলাল ভাইয়ের দুটি ঘর পড়ে গেছে।

আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার (ভারপ্রাপ্ত) সাইদ আহমেদ জানান, আগুনে দুলাল মিয়ার চারটি ঘর, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। সময় মত আগুন নেভানো না গেলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।