• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

ইবিতে শুরু হয়েছে শহিদ আবু সাইদ আন্ত:ব্লক ফুটবল টুর্নামেন্ট

| নিউজ রুম এডিটর ৬:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২৪ খেলাধুলা

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘শহিদ আবু সাইদ’ আন্ত:ব্লক ফুটবল টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করে সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ধানসিঁড়ি বনাম স্বাধীনতা টিমের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সুচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমসহ শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থী।

এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- অরুণোদয়, ক্ষণিকালয়, ইনকিলাব, স্বপ্নিল, স্বাধীনতা, ধানসিঁড়ি, বিজয় ২.০ এবং প্রয়াস। উদ্ভোদনী ম্যাচে অংশগ্রহণ করে ধানসিঁড়ি ও স্বাধীনতা।

অতিথির বক্তব্যে ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশাসনের আয়োজিত অনেক খেলা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সুন্দর সমাপ্তি হয়নি। কিন্তু আমারা দেখিয়ে দিতে চায় শিক্ষার্থীদের আয়োজিত খেলারও সুন্দর সমাপ্তি হয়। আমাদের এ খেলা যেন প্রশাসনের কাছে রোল মডেল হয়ে থাকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় এস এম সুইট বলেন, আমরা এতোদিন লড়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আর এখন নিজেদের পরিশুদ্ধ হওয়ার পালা। এই টুর্নামেন্টের একটা সুন্দর সমাপ্তি আমরা আশা করছি।

আয়োজক কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম রাসেল বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে চব্বিশের গন-অভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্বরণ করা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে নতুন স্বাধীনতার পরে নতুন পরিবেশে হলের সকল শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও ভালোবাসার বন্ধন তৈরি করা।