• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

পূজা ও নির্বাচনের ডিউটিতে সিন্ডিকেট তৈরি’ আনসার নিয়োগে টাকার বাণিজ্য”ইস্পাকুল কবির বিরুদ্ধে।

| নিউজ রুম এডিটর ৮:৪২ অপরাহ্ণ | অক্টোবর ৮, ২০২৪ আইন ও আদালত

 

কাঁঠালিয়া সংবাদদাতা : কাঁঠালিয়া উপজেলা দুর্গাপূজার ডিউটিতে আনসার নিয়োগে টাকার বাণিজ্যের অভিযোগ উঠছে উপজেলা মো.ইস্পাকুল কবির’আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক বিরুদ্ধে। উপজেলার দুর্গাপূজার নিরাপত্তার জন্য জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে নামমাত্র যাচাই-বাছাই করে পুরুষ ও মহিলা আনসার বাছাই করা হয়। বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলে এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, চলতি দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যে নিয়োগে টাকা হাতিয়ে নেন উপজেলা আনসার
মো.ইস্পাকুল কবির আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক। সাধারণ আনসারদের অভিযোগ উপজেলা আনসার যাচাই-বাছাই দিন অফিসে ছুটে আসেন। তিনি দীর্ঘদিন থেকে এ উপজেলায় কর্মরত থাকায় নিজ বাড়ি মনে করে। অফিসের কাজ বাসায় বসে করছেন তিনি।

কাঠালিয়া ছাএলীগ পরিচয় দিয়ে কাউকে তোয়াক্কা করছেন না। এ ব্যাপারে মোবাইলে জানতে চাইলে
মো.ইস্পাকুল কবির”আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক”কোনো অনিয়ম হয়নি। জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিন লোক নেয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, লোক পাওয়া না গেলে কি করব।
জেলা কমান্ডার এ বিষয়ে মোবাইল ফোন জানতে চাইলে বলেন, এ ধরনের কোন কাজ করা যাবে না যদি প্রমাণ হয় তাহলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।