• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে |

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৪ বিএনপি, রাজনীতি, লিড নিউজ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, এটা বিশ্বাস করে না প্রতিবেশী দেশ। যদি বিশ্বাস করত, তাহলে তাদের মিডিয়ায় প্রতিদিন এভাবে অপপ্রচার করা হতো না।’
রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আপনাদের যদি এতই দুঃখ হয়, তাহলে তার জন্য আরেকটি তাজমহল গড়ে তুলুন। তাহলে আপনাদের প্রাণে শান্তি আসবে, কিন্তু অপপ্রচার করবেন না।
তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রিত, তাদের অনেক দুঃখ। শেখ হাসিনা পালিয়ে গেছে বলে তারা (ভারত) খুবই দুঃখ পেয়েছে। লুটতন্ত্র-পাচারতন্ত্রের মধ্যে শেখ হাসিনাকে আবারও কীভাবে ক্ষমতায় বসানো যায়, সেই চিন্তা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘বিএনপি হচ্ছে আর্দশের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক-বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এইসব শেখ হাসিনার অবদান।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনি চোখ-কান খোলা রাখুন। প্রতিদিনই ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।