• আজ ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ | মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী যেন এক টুকরো ফিলিস্তিন | সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা | ফিলিস্তিন ইস্যুতে আমাদের কী করতে হবে, সরকার ঠিক করে দিক: জিএম কাদের | ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল |

তুরাগে নৌকাডুবি : খাল-ভ্রমণে গিয়ে এক নারীর মৃত্যু অপর দু জন আছে হসপিটালে

| নিউজ রুম এডিটর ১২:২৬ পূর্বাহ্ণ | এপ্রিল ৭, ২০২৫ ঢাকা, সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। রাজধানীর উত্তরায় ১৮ নং সেক্টরের উত্তরা মেট্রোরেল স্টেশনের পাশে খালে নৌকা ভ্রমণ করতে গিয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। অপর দু’জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লুবানা হসপিটালে।

বরিবার পৌনে ৬ টায় ১৮ নং সেক্টরের জাবেদের খামার নামে পরিচিত লেকে ঘটনাটি ঘটে।
নিহত অনন্যার বয়স ছিলো ২২ বছর আর দু’জন চিকিৎসাধীন অবস্থায় লুবানা হসপিটালে আছে। সম্পর্কে তারা তিন জন মামাতো ভাই-বোন । নিহত ও আহতদের বাড়ি সাইনবোর্ডের চিটাগাং রোডে। তারা এখানে বেড়াতে এসেছিল।

বিশ্বস্ত সুত্রে জানা যায়, ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে ভ্রমণ পিপাসুদের দেখা যায় ১৮ নম্বারের এই খালে। টিকেটের ভাড়াকৃত টাকা সহ নানামুখি আয়ের উৎস নিয়ে মাজে মধ্যেই বাধে বিপত্তি। লোকমুখে শুনা যায় ঘন্টা প্রতি নৌকা ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। প্রশ্ন হলো কারা নেয় এই টাকা। কোখায় কোথায় যায় এ টাকার ভাগ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ( রাজউক) এই খালটিতে চলে দফায় দফায় আধিপত্য বিস্তারের লড়াই। রাজউকের কিছু অসাধু লোক এই আয় থেকে ভাগ পায় বলে অভিযোগ রয়েছে। যা বর্তমানে সুরুজ এবং নবীন নামের দুই ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে বলে গুঞ্জন শোনা যায়। থানা পুলিশ অজ্ঞাত কারনে অভিযান থেকেও বিরত বলে ভ্রমন পিপাসুদের বক্তব্য।

এ বিষয়ে মুঠোফোনে ঘাট পরিচালক সুরুজকে একাধিকবার ফোনে করে ও তার বক্তব্য পাওয়া যায়নি। উক্ত বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের কাছে মুঠোফোনে জানতে চাইলে উক্ত প্রতিবেদককে জানানো হয়, স্যার ছুটিতে আছেন, আমি তদন্ত ওসি বলছি। তাদের পরিচয় জানা গেছে তবে তারা কেউ মামলা দিতে চায় না।

তবে স্থানীয় কিছু ব্যাক্তি বিষয় টা কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে মনে হয়।