• আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: ইবিতে উপস্থিতি ৯১ শতাংশ

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | মে ৯, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমুহের ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শুক্রবার (৯ মে) দুপুর ১১টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, গুচ্ছ এ ইউনিটে ইবি কেন্দ্রে আবেদন করে ৮ হাজার ৮৬০ শিক্ষার্থী। এর মাঝে ৮ হাজার ৬৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যা মোট পরীক্ষার্থী ৯১ শতাংশ। পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, এ ইউনিটের পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সমস্যা হয় নি।